Site icon Jamuna Television

স্পেন না জিতলে মেসি-সুয়ারেজের হাতে বিশ্বকাপ দেখতে চান এনরিকে

জেতার লক্ষ্যেই কাতার বিশ্বকাপের মাঠে নামবে স্পেন। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ছুঁয়ে দেখতে প্রস্তুত দেশটির ফুটবলাররা। তবে স্পেন চ্যাম্পিয়ন হতে না পারলে বিশ্বকাপের সোনালী ট্রফি মেসি বা সুয়ারেজের হাতে দেখতে চান তাদের সাবেক কোচ লুইস এনরিকে। খবর রয়টার্স’র।

শুক্রবার (১৮ নভেম্বর) নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এক লাইভে এ কথা বলেন তিনি।

এনরিকে বলেন, মেসি চাইলে আরেকটি বিশ্বকাপ খেলতে পারে তবে সেটি নির্ভর করে তার শারীরিক সক্ষমতা ও আকাঙ্ক্ষার উপর। তিনি বলেন, যদি আমরা এটা না জিততে পারি, আমি আর্জেন্টিনাকে চাই। মেসির মতো একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ ছাড়া অবসর নেয়াটা খুবই অন্যায্য হবে। আর লুইস সুয়ারেজের জন্য উরুগুয়ে।

উল্লেখ্য, লুইস এনরিকে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসি এবং সুয়ারেজের কোচ ছিলেন। বুধবার (২৩ নভেম্বর) কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন।

এএআর/

Exit mobile version