Site icon Jamuna Television

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১০

ছবি : সংগৃহীত

ইকুয়েডরের রাজধানী কুয়েটোর এক কারাগারে দাঙ্গায় ১০ জন নিহত হয়েছেন। অপরাধীদের তিন সর্দারকে উচ্চ নিরাপত্তাসমৃদ্ধ অন্য কারাগারে সরিয়ে নেয়ার সরকারি সিদ্ধান্তের ফলে এই দাঙ্গা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। খবর আলজাজিরা’র।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর এল ইনকা নামের কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারে হওয়া আগের সহিংসতায় সন্দেহভাজন মাস্টারমাইন্ড তিন কয়েদিকে সরানোর অল্প কিছুক্ষণ পরই ওই দাঙ্গার ঘটনাটি ঘটে।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে তিনজনকে সরিয়ে নেয়ার জন্য কারাগারে দাঙ্গা শুরু হয়েছে, তাদের একজন হলেন লস লোবাস গ্যাংয়ের নেতা জনাথন বারমুডেজ। কারাগারে এর আগে যে হত্যাকাণ্ড হয়েছে, তার সঙ্গে জনাথন জড়িত ছিল।

কারা কর্তৃপক্ষ জানায়, জনাথনকে অন্য কারাগারে স্থানান্তরের জন্য এই অপরাধী সংগঠনের সদস্যরা (লস লোবাস) সহিংস প্রতিশোধ নিয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর মৃতদেহগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এএআর/

Exit mobile version