Site icon Jamuna Television

মারা গেলেন বিশ্বের প্রবীণতম প্রাথমিক স্কুলের শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ৯৯ বছর বয়সী প্রিসিলা সিতিনেই মারা গিয়েছেন। কেনিয়ায় নিজ বাড়িতে প্রিসিলার মৃত্যু হয়েছে বলে তার নাতি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

১২ বছর বয়সী সহপাঠীদের সাথে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রিসিলা। তবে এরই মধ্যে বুধবার বিদ্যালয়ে যাওয়ার পর প্রিসিলা অসুস্থতাবোধ করেন।

প্রিসিলা ২০১০ সালে স্থানীয় লিডারস ভিশন প্রিপারেটরি স্কুলে ভর্তি হন। তিনি ৬৫ বছর ধরে নিজ গ্রাম দালাতের রিফট ভ্যালি এলাকায় ধাত্রী হিসেবে সেবা দিয়েছেন। স্কুলে যারা তার সহপাঠী ছিল, তাদের অনেকের জন্মই প্রিসিলার হাতে হয়েছে।

বিদ্যালয়ে ভর্তির সময় শুরুতে বয়স বিবেচনায় ফিরিয়ে দেয়া হয়েছিল প্রিসিলাকে। কিন্তু পড়ালেখা শেখার জন্য তার দৃঢ় প্রচেষ্টা দেখে শেষমেশ বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রাথমিক শাখায় ভর্তি করে নেয়।

/এনএএস

Exit mobile version