Site icon Jamuna Television

দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

সমাবেশে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেশকে আবারও তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আওয়ামী লীগ। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ নভেম্বর) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, অধিকার ফিরে পাওয়ার নতুন যুদ্ধ করছে জনগণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, তেল চিনি থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে। এদেশের সাধারণ মানুষ শান্তিতে নেই। মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার হরণ করে দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য জনগণের আদালতে হাসিনা সরকারের বিচার হবে।

সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। শান্তিপূর্ণ এই সামাবেশে অংশ নিতে পথে পথে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন নেতা কর্মীরা।

এসজেড/

Exit mobile version