Site icon Jamuna Television

মাগুরায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাতি ও পতাকা নিয়ে পাল্টাপাল্টি শোভাযাত্রা

মাগুরা প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মাগুরায় শনিবার (১৯ নভেম্বর) বিকেলে প্রথমে ব্রাজিল সমর্থকরা ৩৫০ ফুট পতাকা নিয়ে শহরে মোটরসাইকেল ও ব্রাজিলের পতাকা নিয়ে শোভাযাত্রা বের করে। এরপর আর্জেন্টিনার সমর্থকরা হাতি নিয়ে সাড়ে ৭শ’ ফুট পতাকা নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে।

শনিবার বিকেলে ব্রাজিল সমর্থকরা শহরের ইসলামপুর পাড়াস্থ তিতুমীর যুব সংঘের উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে মোটরসাইকেল ও পতাকা শোভাযাত্রা নিয়ে মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।

এরপর শহরের জামরুল তলা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা একটি হাতি ও সাড়ে ৭শ’ ফুট পতাকা নিয়ে শহরে বিশাল র‍্যালি বের করে।

/এনএএস

Exit mobile version