Site icon Jamuna Television

জেলেনস্কির সাথে দেখা করলেন ঋষি সুনাক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে দেখা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিয়েভ সফরে গিয়ে এ দিন জেলেনস্কির অফিসে সরাসরি দেখা করেন তিনি। ঘোষণা দেন, ৬০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার। খবর আল জাজিরার।

এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেন ইউক্রেনের সাথে আছে। যতক্ষণ না ইউক্রেন এ যুদ্ধে জয় লাভ করে, আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখবো।

নতুন এ সামরিক সহায়তায় কী কী ধরনের অস্ত্র থাকবে সেও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জানান, প্রতিরক্ষা প্যাকেজে ১২০টি বিমান বন্দুক, রাডার এবং অ্যান্টি-ড্রোন সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আমরা ইউক্রেনের যুদ্ধের গল্প আমাদের নাতি নাতনীদের বলবো। কীভাবে ইউক্রেন সেনারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা লড়াই করেছিলো।

এছাড়া জেলেনস্কির সাথে বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করেন তিনি।

এটিএম/

Exit mobile version