Site icon Jamuna Television

ভ্যালেন্সিয়ার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ালো ইকুয়েডর

উদযাপনরত এনার ভ্যালেন্সিয়া।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে পেনাল্টিতে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইকুয়েডর। অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার নেয়া পেনাল্টি শুটে লিড পায় ইকুয়েডর। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল দেয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন ইকুয়েডরের ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড।

খেলার ১৬ মিনিটে গোল কিপারের ভুলে পাওয়া পেনাল্টিতে পাওয়া গোলে এগিয়ে এখন লা ট্রি’রা। এবারের বিশ্বকাপের প্রথম গোলটি এলো ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার পা থেকে। আর, প্রথম হলুদ দেখেছেন কাতারের গোলরক্ষক সাদ আল শিইব।

এর আগে, অফসাইডে বাতিল হওয়া গোলটিও এসেছিলো ভ্যালেন্সিয়ার হেড থেকে।

জ্বলে উঠেছেন ইকুয়েডরের অধিনায়ক ও ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক হেডে ব্যবধান বাড়ালেন ইকুয়েডরের সর্বোচ্চ এ গোলদাতা…

Exit mobile version