Site icon Jamuna Television

প্রথমবারের মতো বিশ্বকাপে ব্যবহার হলো অফসাইডের নতুন প্রযুক্তি

ছবি: সংগৃহীত

পর্দা উঠেছে ফিফা বিশ্বপকাপের। প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছে স্বাগতিক কাতার। খেলার তিন মিনিটেই এগিয়ে যায় ইকুয়েডর। কিন্তু সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তিতে গোলটি বাতিল হয়ে যায়। বিশ্বকাপে এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করা হলো।

এই প্রযুক্তিতে ভিডিও ম্যাচ অফিশিয়ালরা স্বয়ংক্রিয়ভাবে অফসাইডের সংকেত পাবেন। তারপর মাঠের রেফারির সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হয়।

চলতি বছরের জুন-জুলাইয়ে গৃহীত সিদ্ধান্তে জানানো হয়, কাতার বিশ্বকাপ থেকেই এই প্রযুক্তি ব্যবহৃত হবে।

/এনএএস

Exit mobile version