Site icon Jamuna Television

ইউসেবিও, রসিদের পথে ভ্যালেন্সিয়া

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধ রাঙিয়েছেন ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩ মিনিটেই তার গোল অফসাইডে বাতিল হলেও এরপর আরও দুই গোল করেছেন তিনি। আর এর মাধ্যমেই পর্তুগালের ইউসেবিও এবং ইতালির পাওলো রসিদের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছেন ভ্যালেন্সিয়া।

বিশ্বকাপে ইকুয়েডরের করা সবশেষ পাঁচটি গোলের স্কোরারই এনার ভ্যালেন্সিয়া। এর আগে, ১৯৬৬ সালের বিশ্বকাপে ইউসেবিও, ১৯৮২ বিশ্বকাপে পাওলো রসি এবং ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার ওলেগ সালেঙ্কো- প্রত্যেকেই নিজ দেশের হয়ে করেছিলেন টানা ৬ গোল।

আরও পড়ুন: ভ্যালেন্সিয়ার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ালো ইকুয়েডর

/এম ই

Exit mobile version