Site icon Jamuna Television

ইউক্রেনের অর্ধেক বৈদ্যুতিক ব্যবস্থা অকেজো

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় অর্ধেক বৈদ্যুতিক ব্যবস্থা অকেজো হয়ে গেছে। এছাড়া এভাবে চলতে থাকলে খুব শিগগিরই পুরো বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির সরকার এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া ইউক্রেনের বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের জ্বালানি ব্যবস্থার প্রায় অর্ধেক অকার্যকর হয়ে পড়েছে।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছিলেন রুশ বিমান হামলায় প্রায় ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন এবং কিছু এলাকায় জরুরী ব্ল্যাকআউটের নির্দেশ দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version