Site icon Jamuna Television

সীমান্তে বিস্ফোরণের পর পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার ঘোষণা জার্মানির

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনর পরিত্যক্ত মিসাইল বিস্ফোরণের পর দেশটির আকাশসীমা নিরাপদ করতে নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিল জার্মানি। রোববার (২০ নভেম্বর) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এক পত্রিকাকে এ তথ্য জানান। খবর এএফপির।

প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন বলেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইল বিস্ফোরণের পর এক ধরনের আতঙ্কের সূত্রপাত হয়েছে। অনেকে আশঙ্কা করছেন রুশ-ইউক্রেন যুদ্ধ সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে আমরা পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গেল সপ্তাহে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জন নিহত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে।

এটিএম/

Exit mobile version