Site icon Jamuna Television

কাতারে সিসি-এরদোগান সৌজন্য সাক্ষাৎ

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। খবর এপির।

কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এরদোগান। সেখানেই মিসরীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেন। এসময় হাস্যোজ্জ্বল অবস্থায় করমর্দন করেন দুই নেতা। ২০১৩ সালে মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন সিসি।

এরপর থেকেই তুরস্কের সাথে সম্পর্কে শীতলতা দেখা দেয় মিসরের। বিশ্বকাপ উপলক্ষে কাতারের আমিরের আমন্ত্রণে দেশটিতে আসেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, জর্ডানের রাজা আবদুল্লাহ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। এসময় সাথে দেখা করেন এরদোগান।

এটিএম/

Exit mobile version