Site icon Jamuna Television

এদেশে আর কখনও কেউ মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে পারবে না: প্রধানমন্ত্রী

এ দেশে আর কখনও কেউ মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানিয়ে এ কথা বলেন তিনি। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বিশেষ দিনটির কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় নিরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। পরে সেনানিবাসে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান।

সেখানে তাদের উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। সশস্ত্রবাহিনীর ৫ সদস্যকে দেয়া হয় শান্তিকালীন পদক। শেখ হাসিনা জানান, দেশরক্ষা ও আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের কল্যাণ নিশ্চিতেও প্রতিজ্ঞবদ্ধ সরকার।

এটিএম/

Exit mobile version