Site icon Jamuna Television

খুলনায় ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

নিহত কনস্টেবল মুসাব্বির হোসেন।

খুলনা ব্যুরো:

খুলনায় ট্রাক চাপায় মুসাব্বির হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মুসাব্বির সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন।

সোমবার (২১ নভেম্বর) সকালে নগরীর দৌলতপুর মিনাক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য দৌলতপুর যশোর সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এএআর/ইউএইচ/

Exit mobile version