Site icon Jamuna Television

চাঁদপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত

স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাজমা আক্তার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। নাজমা আক্তার শাহতলীর আনোয়ার উল্লাহ খান বাড়ির মৃত রুহুল আমিন খানের মেয়ে।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট নামক স্থানে এই দুর্ঘটনার ঘটে। জানা গেছে, নিহত নাজমা আক্তার তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করতেন। সকালে তিনি তার বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে সিএনজিতে করে রওনা হন। এসময় পথিমধ্যে ঘোষেরহাট এলাকায় পৌঁছালে চাঁদপুরগামী একটি বাসের সাথে তার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।

এসজেড/

Exit mobile version