Site icon Jamuna Television

গুঞ্জনই সত্যি হলো! একই রেঁস্তোরায় ক্যামেরাবন্দি লিওনার্দো-জিজি

প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং মডেল জিজি হাদিদের প্রেম নিয়ে বেশ সরগরম হলিউড। এতোদিন তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ ছিল না এ বিষয়ে। তবে এবারে তাদের একসাথে দেখা গেছে নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে। তাই জল্পনা যেন বেগ পেলো আরও। খবর পিংকভিলার।

গত শুক্রবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ওই রেস্টুরেন্ট থেকে আলাদা আলাদাভাবে বের হতে দেখা যায় লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জিজি হাদিদকে। সাথে সাথে তাদের ঘিরে ধরেন পাপারাজ্জিরা। গণমাধ্যমে এসেছে তারই একাধিক ছবি। অবশ্য ক্যামেরা থেকে নিজেদের যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করেছেন লিও-জিজি।

লিও এবং জিজির বয়সের পার্থক্য ২০ বছর। তবুও ৪৮ বছরের অভিনেতার সাথে সম্পর্ক আরও গাঢ় হচ্ছে ২৭ বছর বয়সী জিজির। অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি কিছুই। তবুও দুজনের সম্পর্ক নিয়ে ভক্ত মহলে উচ্ছ্বাস বাড়ছে প্রতিনিয়ত।

এসজেড/

Exit mobile version