Site icon Jamuna Television

‘কোম্পানি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির পর কী প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না’

ফাইল ছবি।

কোম্পানি পর্যায়ে বিদ্যুতের দাম ২০ ভাগ বাড়ানোর কী প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায়। বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। ঘাটতি কমছে। এখন অবস্থা আগের চেয়ে ভালো।

ইউএইচ/

Exit mobile version