Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৬, আহত অন্তত ৭০০

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার মাঝারি ভূমিকম্পে ৪৬ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭০০ মানুষ। এছাড়া শত শত বাড়িঘর ধসে গেছে বলে জানা গেছে। খবর রয়টার্স ও এনডিটিভির।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটের দিকে পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির সাবেক রাজধানী জাকার্তাও। পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, জাভায় যে ভূমিকম্প আঘাত হেনেছে, তাতে সুনামির সম্ভাবনা নেই। তবে ভূমিকম্প পরবর্তী আফটারশক অনুভূত হতে পারে।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে। শুধু ইন্দোনেশিয়া নয়, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশই এ কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

এএআর/

Exit mobile version