Site icon Jamuna Television

আমি তখনই কথা বলি যখন বলতে চাই, বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে রোনালদো

ছবি: সংগৃহীত

পিয়ার্স মরগ্যানকে দেয়া বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে এবার মুখ খুললেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বলেছেন, আমি তখনই কথা বলি যখন বলতে চাই। খবর স্কাই স্পোর্টসের।

ম্যানচেস্টার ইউনাইটেডে হতাশাজনক এক মৌসুম কাটিয়ে এখন পর্তুগালের বিশ্বকাপ মিশনে আছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই সুপারস্টার তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাঁপিয়ে দিয়েছেন ফুটবল বিশ্ব। ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড, কোচ এরিক টেন হ্যাগ, সাবেক রেড ডেভিল সতীর্থ ওয়েইন রুনি সম্পর্কে করেছেন বেশ কিছু বিতর্কিত মন্তব্য। রোনালদোর এমন বোমা ফাটানো সাক্ষাৎকার পর্তুগালের বিশ্বকাপ মিশনে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, তা আলোচনা সাপেক্ষ। তবে রোনালদো এখনও ক্ষমা প্রার্থনা করেননি।

আরও পড়ুন: ম্যানইউতে প্রতারিত বোধ করছি; বোমা ফাটালেন রোনালদো

কাতারে এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, টাইমিংটাই সব। অন্যদের দিক থেকে এটা খুঁজে দেখা সহজ যে কখন কোন কথাটা বলা হচ্ছে। কখনও আপনি সত্যি লিখবেন, কখনও লিখবেন মিথ্যা। অন্যরা কী ভাবছে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি তখনই কথা বলি যখন বলতে চাই। সবাই জানে আমি কে, আর কী বিশ্বাস করি।

আরও পড়ুন: ফিফার নিয়ম ভাঙতে প্রস্তুত কেইন ও ভ্যান ডাইক, কার্ডও দেখতে যাচ্ছেন?

/এম ই

Exit mobile version