Site icon Jamuna Television

রিটার্ন দিতে কর অঞ্চলে ভিড়, হয়রানি ছাড়াই দাখিল করা যাচ্ছে

আয়কর রিটার্নের যতোই দিন যাচ্ছে, ততোই কর অঞ্চলগুলোতে ভিড় বাড়ছে। করদাতারা যাতে সুন্দর পরিবেশে কর দিতে পারে, সেজন্য মাস জুড়ে চলছে এ সংক্রান্ত কার্যক্রম। প্রতিটি আয়কর সার্কেল অফিসে রিটার্ন জমা নেয়ার বুথ করা হয়েছে। রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় সেবার পাশাপাশি নতুন নিবন্ধনও করা হচ্ছে।

ইটিআইএন সংক্রান্ত বিভিন্ন সেবাও মিলছে এতে। ই-টিভিএস সিস্টেমের মাধ্যমে উৎসে কর কার্যক্রম চালু রাখা হয়েছে। ই-পেমেন্টের মাধ্যমেও দেয়া যাচ্ছে আয়কর। দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে দাখিল করা যাচ্ছে রিটার্ন। বিশেষ এই সেবা কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর-সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকাসহ প্রয়োজনীয় তথ্যসেবা পাচ্ছেন করদাতারা।

করদাতারা জানিয়েছেন, জটিলতা এড়াতে এ মাসেই তারা আয়কর পরিশোধে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সময় কম লাগার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও পেয়ে থাকেন।

/এমএন

Exit mobile version