Site icon Jamuna Television

রাতের হাইভোল্টেজ ম্যাচে ডাচদের চমকে দিতে প্রস্তত আফ্রিকার সিংহরা

‘এ’ গ্রুপের লড়াইয়ে আজ মুখোমুখি হবে শক্তিশালী নেদারল্যান্ডস ও আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (২১ নভেম্বর) রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

ইনজুরির কারণে ছিটকে যাওয়া সাদিও মানেকে জয় উপহার দিইয়েই বিশ্বকাপ শুরু করতে চায় লায়ন্স অব তেরাঙ্গারা। মানেকে ছাড়াই নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ আলিউ সিসেকে। তবে পরিসংখ্যান বেশ খানিকটা আশা দেখাচ্ছে আফ্রিকার সিংহদেরকে। ইতিহাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে কোনো পরাজয় নেই তাদের। এর আগে দুবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল তারা। ২০০২ সালে ফ্রান্স এবং ২০১৮ সালে তারা হারিয়েছে পোল্যান্ডকে। দলের সেরা খেলোয়াড় সাদিও মানে না থাকলেও মেন্ডি, গুইয়ে, দিয়া, কুলিবালি, সার, দিয়াট্টারা প্রস্তুত নেদারল্যান্ডসকে রুখতে।

অপরদিকে, নেদারল্যান্ডস গত আসরে আপসেটের শিকার হয়ে বাদ পড়েছিল বিশ্বকাপ থেকে। তবে, এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ডাচরা। দলটা আছেও দারুণ ফর্মে। উড়ন্ত ফর্ম নিয়ে বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডসেরও জয় দিয়ে আসর শুরুর প্রত্যাশা।

/এসএইচ

Exit mobile version