Site icon Jamuna Television

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার তৈলটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন হোসেন এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব হোসেনের সমর্থদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

গত ১৯ নভেম্বর স্থানীয় সংসদ সদস্যের সফর এবং কম্বল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এরইজেরে ভোরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএআর/

Exit mobile version