Site icon Jamuna Television

মারা গেছেন শিশুসাহিত্যিক আলী ইমাম

ছবি : সংগৃহীত

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আলী ইমামের ফেসবুক পেজে তার ছেলের দেয়া এক স্ট্যাটাস থেকে বিষয়টি জানা গেছে।

নিউমোনিয়াসহ নানা জটিল রোগ নিয়ে সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ৬ শতাধিক বইয়ের লেখক। কর্মজীবনের একাধিক স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন এবং অধুনালুপ্ত চ্যানেল ওয়ানের মহাব্যবস্থাপক ছিলেন তিনি।

বাংলাদেশের শিশুসাহিত্যে অবদানের জন্য আলী ইমাম ২০০১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১২ সালে শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পান। শিশুসাহিত্যিক হিসেবে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে ২০০৪ সালে তিনি জাপান ভ্রমণ করেন।

এএআর/

Exit mobile version