Site icon Jamuna Television

সিরিয়া-ইরাক ভূখণ্ডে বিমান অভিযান চালাচ্ছে তুরস্ক, নিহত অন্তত ৩১

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি

ইরাক ও সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় বিমান অভিযান চালাচ্ছে তুরস্ক। এ অভিযানে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর শোনা গেছে, আহত শতাধিক। এদিকে, পাল্টা জবাব দিতে তুরস্কের সীমান্তে গোলাবর্ষণ করেছে সিরিয়া। এতে আহত হন অন্তত তিনজন। খবর আল অ্যারাবিয়ার।

সোমবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অপারেশন ‘ক্ল সোর্ড বা তরবারির আঘাত’ চালানো হচ্ছে। সেখান থেকে তুরস্কের অভ্যন্তরে হামলা পরিচালিত হয়- এমন অভিযোগ এরদোগান প্রশাসনের।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার জানিয়েছেন, সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে ধ্বংস করা হয়েছে অন্ততঃ ৮৯টি সন্দেহজনক স্থাপনা ও বিদ্রোহী ঘাঁটি।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, তুরস্কের বিমান অভিযানে শুধু সিরিয়া ভূখণ্ডেই প্রাণ হারিয়েছেন ৩১ জন; আর আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। ইরাকের তরফ থেকে জানানো হয়নি হতাহতের তথ্য।

প্রসঙ্গত, চলতি মাসেই ইস্তাম্বুলের জনপ্রিয় পর্যটন এলাকায় হামলার জন্য কুর্দি সংগঠন-পিকেকে’কে দায়ী করেছে তুরস্ক।

/এসএইচ

Exit mobile version