Site icon Jamuna Television

যে রণকৌশল নিয়ে মাঠে নামছে ওয়েলস-যুক্তরাষ্ট্র; স্কোয়াডে থাকছেন যারা

গ্রুপ ‘বি’ এর ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েলস। কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১ টায়।

এরইমধ্যে ঘোষণা করা হয়েছে দু”দলের স্কোয়াড ও ফরমেশন। ৪-৩-৩ ফরমেশনে নিজেদের আক্রমণকৌশল সাজিয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বেরহল্টার। আর ইয়াংকিদের ঠেকাতে ৩-৪-৩ ফরমেশনে শীষ্যদের খেলাবেন ওয়েলস কোচ রবার্ট পেজ।

ওয়েলস একাদশ:

১. ওয়েন হেনেসি (গোলরক্ষক)

২. বেন ডেভিস

৩. জো রডন

৪. ক্রিস মেফ্যাম

৫. নেকো উইলিয়ামস

৬. অ্যারন রামজে

৭. হ্যারি উইলিয়ামস

৮. ইথান অ্যাম্পাদু

৯. কনর রবার্টস

১০. গ্যারেথ বেল

১১. ড্যান জেমস

যুক্তরাষ্ট একাদশ:

১. ম্যাট টার্নার (গোলরক্ষক)

২. অ্যান্টনি রবিনসন

৩. ওয়াকার জিমারম্যান

৪. টিম রিম

৫. সার্জিনো দেস্ত

৬. ওয়েস্টন ম্যাকিনি

৭. টাইলর অ্যাডামস

৮. ইউনুস মুসা

৯. ক্রিশ্চিয়ান পুলিসিচ

১০. জশ সার্জেন্ট

১১. টিম উইয়াহ

প্রসঙ্গত, এ ম্যাচে দুই সমান শক্তির দল মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। ফিফা র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ এবং ওয়েলসের অবস্থান ১৯। ফলে তাদের লড়াইটাও হবে সমানে সমান।

এর আগে, ২০১৮ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই তো, এবারের বিশ্বকাপে হতাশার সব স্মৃতি মুছতেই মাঠে নামবে তারা।

আর, ৬৪ বছর পর বিশ্বকাপে সুযোগ পাওয়া ওয়েলস চায় জয় দিয়েই আসর শুরু করতে। তবে, সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও বিশ্বকাপে নিয়মিত মুখ যুক্তরাষ্ট্র, তাইতো এ ম্যাচে তাদেরকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

/এসএইচ

Exit mobile version