Site icon Jamuna Television

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মাত্র একদিন পর ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে। অন্তত ২০ সেকেন্ডের ওই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির রাজধানী হনিয়ারা। খবর দ্য গার্ডিয়ানের।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার পরপরই ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীর বেশ কিছু এলাকা। এছাড়া, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কয়েকটি ভবন ও যানবাহন।

ভূমিকম্পের পরপরই দেশটির প্রধানমন্ত্রী নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেয়ার আহ্বান জানান। এ ঘটনায় প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা উঠিয়ে নেয়া হয়।

এদিকে সলোমন দীপপুঞ্জে ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনি ও ভানুয়াতুতে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬২ জন মারা যান এবং আহত হন ৭ শতাধিক মানুষ। এতে প্রচুর সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়।

এএআর/ইউএইচ/

Exit mobile version