Site icon Jamuna Television

জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এ সময় দলটির নেতাকর্মীরা দাবি করেন, অন্যায়ভাবে জাপা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন তারা।

নেতারা বলেন, জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলাটি করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সংসদ ও রাজপথে সোচ্চার বলেও মন্তব্য করেন তারা। যারা জি এম কাদেরের কণ্ঠরোধ করতে চায় তারা বোকার রাজ্যে বাস করছে। মহানগরের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে মাবনবন্ধনে অংশ নেন।

/এমএন

Exit mobile version