Site icon Jamuna Television

ডেনমার্ক-তিউনিসিয়া শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

গ্রুপ-ডি এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে শক্তিশালী ডেনমার্ক ও তিউনিসিয়া। কোনো চমক ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছে ডেনিশরা। এরিকসন, হজবার্গদের নিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে ছক কসেছে কাসপারের শির্ষরা। জাবালি স্লিমানেদের নিয়ে ডেনমার্ককে প্রতিহত করতে প্রস্তুত তিউনিসিয়া।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুইদল।

ডেনমার্ক একাদশ:

স্মাইকেল (গোলরক্ষক)

ক্রিস্টেনসেন

কায়ের

অ্যান্ডারসেন

মায়েলে

ডেলানি

হজবার্গর

ক্রিস্টেনসেন

এরিকসেন

ওয়েলসেন

ডলসবার্গ

তিউনিসিয়া একাদশ:

দেহমেন (গোলরক্ষক)

ড্রেজার

খিরি

লাইদউনি

আবদি

তালবি

জেবালি

স্লিমান

মসকনি

মেরিয়াহ

ব্রন

Exit mobile version