Site icon Jamuna Television

রাজধানীতে শুরু হচ্ছে এসএমই মেলা

এসএমই শিল্পে উৎপাদিত দেশি পণ্যের প্রচারে বিদেশে বাংলাদেশের দুতাবাস এবং দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আলাদা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালুর তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারিখাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির জন্য রাজধানীতে শুরু হবে ১০ম জাতীয় এসএমই মেলা। ২৪ নভেম্বর শুরু হয়ে মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলায় থাকবে শতভাগ দেশীয় পণ্যের সমাহার। মেলায় ৩২৫টি এসএমই প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল থাকবে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশই নারী উদ্যোক্তা বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা ঘুরে দেখতে ও পণ্য কিনতে পারবেন। মেলার শেষদিন ৫টি ক্যাটাগরিতে ৬ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই পুরস্কার দেয়া হবে।

/এমএন

Exit mobile version