Site icon Jamuna Television

নিজেদের ভুলেই আমরা হেরেছি: মার্টিনেজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। হারের পর নিজেদেরকেই দুষছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ।

খেলা শেষে এই স্ট্রাইকার বলেন, আমরা আজকের ম্যাচ নিজেদের ভুলের জন্যই হেরেছি। আমরাই দায়ী এই হারের জন্য। আমাদের ভুলগুলো বেশিরভাগ হয়েছে দ্বিতীয়ার্ধে।

তিনি আরও বলেন, আমাদের প্রথমার্ধে আরও গোল করা উচিৎ ছিল। এখন আমাদের ভাবা উচিৎ আমরা সামনের ম্যাচগুলো কীভাবে খেলব। আমাদের সামনে দুইটা ম্যাচ বাকি আছে। দু’টোই আমাদের কাছে ফাইনালের সমতুল্য।

পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি সতর্ক থাকতে হবে জানিয়ে তিনি বলেন, সৌদি আরব খুব ভালো প্রতিপক্ষ। আমরা সেভাবেই খেলা শুরু করেছিলাম। প্রথমার্ধে আমরা এগিয়েও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ধারা অব্যাহত রাখতে পারিনি। পরবর্তী ম্যাচগুলোতে আমাদেরকে বাড়তি সতর্ক থাকতে হবে।

/এনএএস

Exit mobile version