Site icon Jamuna Television

রাতে বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে মাঠে নামছে অস্ট্রেলিয়া

বুধবার বাংলাদেশে সময় রাত ১টায় বিশ্বকাপ মিশন শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ডি গ্রুপের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৩ নভেম্বর) রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে এমবাপ্পে, জিরৌরা।

বাজে ফর্ম নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ফ্রান্স। নিজেদের সবশেষ ৬ ম্যাচে তিন হারের বিপরীতে জয় মাত্র ১টি। যার মূল কারণ ইনজুরি। পগবা, কন্তেরা আগেই ছিটকে গেছেন। শেষ মুহুর্তে কিমপেমবে, এনকুকু ও বেনজেমার মতো স্ট্রাইকারকে হারিয়ে বিপাকে পড়েছে দিদিয়ের দেশমের দল। সেই সাথে প্রথম ম্যাচে ভারানের খেলাও অনিশ্চিত। তাই অস্ট্রেলিয়া ম্যাচতো বটেই, বিশ্বকাপে ভালো করতে এমবাপ্পে বড় ভরসা ফরাসিদের।

অন্যদিকে, চোট সমস্যা আছে প্লে অফ খেলে কাতারে আসা অস্ট্রেলিয়ারও। তবে ২০০১ সালের পর, এবার খর্ব শক্তির ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়ার ভালো এক সুযোগ সজারুদের সামনে।

/এসএইচ

Exit mobile version