Site icon Jamuna Television

ফ্রান্স-অস্ট্রেলিয়ার শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ তিনবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। চতুর্থবার যেন পূর্বের অঘটন না ঘটে সেই মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

কাতারের আল জানুব স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বেনজামা, এনকুনকু, পগবা, কান্তেরা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যায়। তবে এমবাপে, গ্রীজমানদের নিয়ে সন্তুষ্ট ব্লুজ কোচ দিদিয়ার দেশম।

ফ্রান্স একাদশ:

লরিস (গোলরক্ষক)

হার্নান্দেজ

উপামাকানো

কোনাটে

পাভার্ড

রবিওট

শুয়ামেনি

এমবাপ্পে

গ্রিজম্যান

ডেম্বেলে

জিরু

অস্ট্রেলিয়া একাদশ:

রায়ান (গোলরক্ষক)

আটকিনসন

রাওলস

সাউত্তার

বেহিস

আরভাইন

ম্যাকগ্রি

ময়

লেকি

ডুইক

গুডউইন

/আরআইএম

Exit mobile version