Site icon Jamuna Television

শুরুতেই পিছিয়ে পড়লো বিশ্বচ্যাম্পিয়নরা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৮ মিনিটেই ১-০ ব্যবধানে পিছিয়ে তারা। শেষ তিনবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। চতুর্থবার যেনো পূর্বের অঘটন না ঘটে সেই মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু শুরুতেই ফসকালো ব্লুজরা।

বুধবার (২৩ নভেম্বর) আল ওয়াকরাহ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে অজি ফরোয়ার্ড লেকির ক্রস থেকে দারুণ এক শটে বল জালে জড়িয়েছেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড ক্রেইগ গুডউইন। ফলে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লো দেশম শিষ্যরা।

/এসএইচ

Exit mobile version