Site icon Jamuna Television

ভিএআর এর ভুলে ম্যাচ হারার দাবি করে আর্জেন্টিনা ফুটবল টিমের ফ্যানপেজে আফসোস

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হতাশাজনক পরাজয়ের পর ফেসবুকে ‘ভিএআর এর ভুলেই আর্জেন্টিনা ম্যাচ হেরেছে’- বলে দাবি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফ্যানদের একটি ফ্যানপেজ। ম্যাচের পর ‘আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন হতাশা ব্যক্ত করেন আর্জেন্টিনাভক্তরা।

আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম নামের ওই ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে অভিযোগ করা হয়, লাউতারো মার্টিনেজের গোলটিকে বাতিল করা ভিএআর এর মারাত্মক ভুল। ভিএআর বাম দিকে লক্ষ্য না করে ভুল ডিফেন্ডারকে শনাক্ত করেছে। লাউতারোর পজিশন আপত্তিকর ছিল না। ভাগ্য কখনই আমাদের সাথে থাকে না।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়ে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। অনেক প্রত্যাশা নিয়ে শুরু করা বিশ্বকাপ মিশনের শুরুতেই এমন হোঁচট স্বাভাবিকভাবেই স্তব্ধ করে দিয়েছে ভক্তদের।

/এসএইচ

Exit mobile version