Site icon Jamuna Television

ম্যানচেস্টার ইউনাইটেডর সঙ্গে রোনালদোর চুক্তি বাতিল

ছবি: সংগৃহীত

আশঙ্কাটাই সত্যি হলো। মাঝ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তিটা শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল। চুক্তি বাতিলের বিষয়টি দুই পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

উভয় পক্ষ বলছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাতিল করা হয়েছে এই চুক্তি। ২০০৩ থেকে ২০০৯ আর ২০২১ ও ২২ এই দুই মেয়াদে অসামান্য অবদানের জন্য রেড ডেভিলরা ধন্যবাদ জানিয়েছে এই পর্তুগিজ তারকাকে।

অন্যদিকে রোনালদো ম্যানইউর সাফল্য কামনা করেছেন। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেডের কোচ ও কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেন রোনালদো। এরপর থেকেই এটা অনুমেয়ই ছিল যে রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক ভাঙছে।

ইউএইচ/

Exit mobile version