Site icon Jamuna Television

প্রথম দশ গোলের জন্য ১০টি নাচ তৈরি করেছে ব্রাজিল

প্রথম ১০ গোলের জন্য আলাদা আলাদা ১০ রকমের নাচ তৈরি করে এনেছে ব্রাজিল খেলোয়াড়রা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড রাফিনহা। তাইতো এবারের বিশ্বকাপে সেলেসাওদের গোল উদযাপনের অন্যতম আকর্ষণ থাকবে নেইমার-রাফিনহাদের নাচ।

এক এক গোলের পর এক এক নাচ। ব্রাজিল দল শুধু নিজেদের পারফর্মেন্সেই বিখ্যাত নয়, সাথে আছে তাদের বিখ্যাত সাম্বা ডান্সে গোল উদযাপন। এবারের বিশ্বকাপেও দেখা যাবে নেইমারদের নাচ।

সেলেসাওদের অন্যতম স্ট্রাইকার রাফিনহা এক সাক্ষাৎকারে জানান, বিশ্বকাপের গোল উদযাপন করতে ১০টি নাচ তৈরি করে এনেছেন তারা। ব্রাজিলের প্রথম ১০টি গোলে দেখা যাবে আলাদা আলাদা নাচ। যদি ব্রাজিল ১০টার বেশি গোল করে তাহলে নতুন করে নাচ বানাতে হবে।

বিশ্বকাপে খেলাই সব থেকে বড় স্বপ্ন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রের। শুধু নেইমারই না, দলের সব খেলোয়াড়দের ক্যারিয়ারে সব থেকে বড় পাওয়া বিশ্বকাপে খেলতে পারা। তাইতো আসরের সাফল্যগুলো আলাদাভাবে রাঙিয়ে রাখতে চায় সেলেসাওরা। সেই জন্য এমন ব্যতিক্রমী আয়োজন তাদের।

রাফিনহা জানান, এমন গোল উদযাপন শেষ ম্যাচ পর্যন্ত করতে চান তারা। আর ফাইনাল শেষে উঁচিয়ে ধরতে চান ট্রফি।

ইউএইচ/

Exit mobile version