Site icon Jamuna Television

ভারতে রিহ্যাব সেন্টার থেকে ফিরে বাবা-মাসহ পরিবারের চারজনকে হত্যা

ঘটনাস্থল। ছবি: সংগৃহীত।

ছেলেকে সঠিক পথে আনতে মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা। সেখান থেকে ফিরেই বাবা-মাসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে কেশব নামের ২৫ বছর বয়সী এক ভারতীয় যুবক। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। খভর আনন্দবাজার পত্রিকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিল্লির পালামে ঘটে এ ঘটনা। এদিনই রিহাব সেন্টার থেকে ফিরেছিল কেশব। এসেই নিজের বাবা দীনেশ (৫০), মা দর্শনা, বোন ঊর্বসী (১৮) ও দাদি দিওয়ানা দেবীকে (৭৫) প্রথমে গলা কেটে হত্যা করে। এরপর বারংবার মরদেহগুলোর ওপর চলে ছুরিকাঘাত।

পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কেশব। হত্যার সময়ও সে মাদকাসক্ত ছিল। নিজের পরিবারকে হত্যার পর সেখান থেকে পালানোর তোড়জোড় করছিল। তবে আত্মীয়দের কাছে ধরা পড়ে সে। তারাই পুলিশের কাছে সোপর্দ করেন ওই যুবককে।

এসজেড/

Exit mobile version