Site icon Jamuna Television

অপচয় বন্ধে পরিকল্পনামন্ত্রীর আহ্বান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি।

অপচয় বন্ধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, সরকারি সম্পদের সর্বত্তোম ব্যবহার নিশ্চিত করতে হবে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সভায় জানানো হয়, ডিজিটাল অডিট ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার। এতে নিরীক্ষা কার্যক্রমে সময় সাশ্রয় হবে, কমবে ব্যয়।

বক্তারা এতে বলছেন, এই সফটওয়্যার চালুর ফলে অডিট কার্যক্রমে গতি বাড়বে। জোরদার হবে অর্থনৈতিক শৃঙ্খলা। কোথায়, অডিট আপত্তি অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে তাও এই ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন অডিট অফিস। সংশ্লিষ্ট কর্মকর্তারাও ডিজিটাল মাধ্যমে সহজেই প্রয়োজনীয় বাখ্যা পাঠাতে পারবেন।

/এমএন

Exit mobile version