Site icon Jamuna Television

২০৩০ সালের মধ্যেই চাঁদ হবে মানবজাতির আবাসস্থল: নাসা

ছবি: সংগৃহীত।

চাঁদে মানববসতি নির্মাণ নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছে বহু আগে থেকেই। তবে আগামী ৮ বছরের মধ্যেই সে স্বপ্ন পূরণ হতে চলেছে বলে জানিয়েছেন নাসার কর্মকর্তা হোয়ার্ড হু। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যেই চাঁদে ঘরবাড়ি বানাতে সক্ষম হবে মানুষ। খবর ইনসাইডারের।

নাসার ওরিয়ন স্পেসক্রাফ্ট প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছেন হোয়ার্ড হু। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবো আমরা। তারা সেখানেই থাকবেন এবং চাঁদের মাটিতে বসে গবেষণার কাজ করবেন।

তিনি আরও বলেন, মহাকাশ গবেষণার দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার প্রথম ধাপ হতে চলেছে এটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি গোটা বিশ্বের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ।

১৯৭২ সালে শেষ বার চাঁদের মাটিতে পা রেখেছিল মানুষ। নাসার পরিকল্পনা অনুযায়ী, আর্টেমিস-১ চন্দ্রাভিযানের পরবর্তী অভিযানে চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখবেন বিজ্ঞানীরা। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে জলের খোঁজ চালাবেন তারা। সেই অভিযান সফল হলে পরবর্তী গন্তব্য হবে মঙ্গলগ্রহ। খনিজের খোঁজ আর গবেষণা চালিয়ে যেতে এবার চাঁদের মাটিতেই থাকার ব্যবস্থা করা হবে।

এসজেড/

Exit mobile version