Site icon Jamuna Television

গত আসরের রানার্স আপের বিপক্ষে মাঠে নামছে মরক্কো

ছবি: সংগৃহীত

গ্রুপ এফ’এর প্রথম ম্যাচে কিছুক্ষণ পরেই মুখোমুখি হবে মরক্কো এবং গত আসরের রানার্স আপ ক্রোয়েশিয়া। আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ফিফা র‍্যাংকিংয়ে ক্রোয়েশিয়ার অবস্থান ১২। অন্যদিকে মরক্কো আছে র‍্যাংকিংয়ে ২২ এ। দু’দলের তারকা প্লেয়ারদের মধ্যে মরক্কোর রক্ষণভাগে রয়েছে আর্চাফ হাকিমি ও নুসাইর মাজরাউয়ি। ফরোয়ার্ডে হাকিম জিয়েচ তো আছেনই।

অন্যদিকে ৩৭ বছর বয়সী লুকা মদ্রিচের দিকে তাকিয়ে থাকবে ক্রোয়েশিয়ার ভক্তরা। বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখি হবে এই দু’দল।

মরক্কোর সাম্ভাব্য একাদশ:

বুনু (গোলরক্ষক), আগুয়ের্ড, মাজরাওয়ি, হাকিমি, আমাল্লাহ, উনাহি, আমরাবাত, সাইস, বুফাল, নেসরি, জিয়েশ।

ক্রোয়েশিয়ার সাম্ভাব্য একাদশ:

লিভাকোভিচ (গোলরক্ষক), স্ট্যানিসিক, লভরেন, ভারডিওল, বারিসিক, মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, ভ্লাসিচ, পেটকোভিচ, পেরিসিচ।

এনএএস/

Exit mobile version