Site icon Jamuna Television

হোমওয়ার্ক করেও লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো কঠিন: ওচোয়া

ছবি: সংগৃহীত

ভিডিও দেখেও লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। পোল্যান্ডের বিপক্ষে লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো নিয়ে ম্যাচ শেষে এমন মন্তব্য করেন তিনি।

পোল্যান্ডের সাথে লেভানদোভস্কির গতিময় পেনাল্টি রুখে দিয়ে আলোচনায় মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। তাকে অনেকেই চীনের প্রাচীর আখ্যা দিচ্ছেন ইতোমধ্যে।

ওচোয়া একজন নীরব ঘাতক। অন্যান্য খেলোয়াড়দের মতো তিনি সারাবছর থাকেন না আলোচনায়। ঠিক চার বছর পর পর চলে আসেন আলোচনায়।

পোল্যান্ড-মেক্সিকো ম্যাচে লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো নিয়ে ওচোয়া বলেন, ভিডিও দেখে লেভানদোভস্কির পেনাল্টি ঠেকানো কঠিন। ১৫-২০টি ভিডিও দেখার পরও বোঝা যায় না, সে কোন দিকে শট নিবে। তাই তার পেনাল্টি ঠেকাতে পেরে ভালো লাগছে।

/এনএএস

Exit mobile version