Site icon Jamuna Television

আহত সৌদি ফুটবলারের অবস্থা আশঙ্কাজনক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। তবে এমন ঐতিহাসিক জয়ের দিনে বিরাট বড় দুঃসংবাদ সৌদি শিবিরে। দলটির ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আর্জেন্টিনার একটি আক্রমণ থামাতে গিয়ে নিজ দলের গোলরক্ষক আল ওয়াইসের সাথে সংঘর্ষে এই ফুটবলারের চোয়াল ও মুখের বাম দিকের হাড় ভেঙে গেছে। এছাড়াও মারাত্মক রক্তক্ষরণ হয়েছে এই ফুটবলারের। খবর দ্য গার্ডিয়ান’র।

এর আগে, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরুটা ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৯ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। মুহূর্মুহু আক্রমণ করে গোলের দেখা পেলেও বারবার অফসাইডের বাধায় গোল বাতিল হয় আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর শুরুতেই কাউন্টার অ্যাটাক থেকে সৌদিকে ম্যাচে ফেরান সালেহ আল শেহরির। দুর্দান্ত শটে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে বোকা বানিয়ে গোল করেন শেহরি। ম্যাচের ৫৩ মিনিটে আল দেওসেরির দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার জালে ফের বল জড়ালে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।

খেলার বাকি সময় ডজন খানেক গোলের সম্ভাবনা তৈরি করলেও সৌদি গোলরক্ষক মোহাম্মাদ আল ওয়াইসের কাছে বারবার প্রতিহত হয় আর্জেন্টাইন স্ট্রাইকাররা। খেলায় আর কোনো গোল না হলে পরাজয়ের স্বাদ নিয়ে হাতাশায় মাঠ ছাড়ে মেসিরা।

/এনএএস

Exit mobile version