Site icon Jamuna Television

বেড়াতে যেতে টাকার জন্য প্রেমিককে সাথে নিয়ে নানাকে হত্যা করে নাতনি

বেড়াতে যাওয়ার টাকার জন্য পরিকল্পনা করে ঢাকার চকবাজারে নানাকে হত্যা করেছে নাতনি আনিকা। মাদকাসক্ত প্রেমিক রাজুকে সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায় আনিকা।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে তাকে হত্যার চেষ্টা করে আসামিরা। কিন্তু ইনজেকশন দিতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে শরীরে আঘাত পেয়ে মারা যান ৮০ বছর বয়সী হাজী মনসুর আহমেদ।

এই ঘটনায় নাতি-নাতনিসহ জড়িত ৫ জনকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যার এক মাস আগে থেকে পরিকল্পনা করা হয়। বাসা খালির জন্য অপেক্ষা করতে থাকেন তারা। সিরিঞ্জ ও সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে।

/এমএন

Exit mobile version