Site icon Jamuna Television

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই মামলার এজহারভুক্ত আসামি মেহেদী হাসান অমিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এছাড়া, নিখোঁজ দুই জঙ্গির খোঁজে সারাদেশের থানাগুলোতে তাদের ছবি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। আরও জানান, নজরদারি বাড়ানোসহ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য সতর্ক আছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে জঙ্গি ছিনতাই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। একইসাথে পলাতকদের সন্ধানে সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন।

/এমএন

Exit mobile version