Site icon Jamuna Television

জার্মানির বিপক্ষে লিড নিলো জাপান

ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে চলছে চলতি বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচ। জাপানের রক্ষণে আক্রমণের ঝড় বইয়ে দিয়ে ইলকায় গুন্দোয়ানের পেনাল্টি গোলে এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ৩৩ মিনিটে ম্যানসিটির এই মিডফিল্ডারের পেনাল্টি গোলে রূপ পেলো গত বিশ্বকাপে ব্যর্থতা ঝেড়ে ফেলার জার্মান-মিশন।

কিন্তু ৭৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরায় জাপান। রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। তার ৮ মিনিট পরেই ম্যাচে লিড আনে জাপান। তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপান।

এর আগে, খেলার ৮ মিনিটেই একটি গোল করে বসেছিল জাপান। যদিও তা বাতিল হয়েছে অফসাইডে। এরপর আরও বৃদ্ধি পায় জার্মানদের আক্রমণের গতি। হাফটাইমের পর সেই গতি নিজেদের করে নিয়েছে জাপান।

ম্যাচের ৩২ মিনিটে মাঝমাঠ থেকে জোশুয়া কিমিচ বল বাড়ান ডি বক্সের বামপ্রান্তে, লেফটব্যাক ডেভিড রাউমের উদ্দেশে। কিন্তু জাপান গোলরক্ষক শুইচি গোন্দা এগিয়ে গিয়ে দলকে বিপদমুক্ত করতে গিয়ে ফাউল করে বসেন রাউমকে। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। জার্মানরা সাধারণত জাতীয় দলের জার্সিতে পেনাল্টি খুব কমই মিস করে। সেই ধারা অব্যাহত রেখে গোন্দাকে পরাস্ত করেন গুন্দোয়ান।

/এনএএস

Exit mobile version