Site icon Jamuna Television

বিশ্বের সর্ববৃহৎ আইফোন কারখানায় শ্রমিক বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চীনের ঝেংঝো শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। করোনা সংক্রণ এবং লকডাউন ইস্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মাঝে এই বিক্ষোভ দেখা দিয়েছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, শ্রমিকদের সাথে পুলিশ এবং কারখানার নিরাপত্তা কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এর আগে, গত মাসের শুরুর দিকে আইফোন কারখানায় করোনায় আক্রান্ত হন এক ব্যক্তি। কয়েকজন কর্মী করোনা পজিটিভ হওয়ার পর সেখানে লকডাউন দেয় প্রশাসন। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানে কর্মরত শ্রমিকরা। লকডাউন থেকে বাঁচতে অনেকেই কারখানার কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পালানোরও চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীদের চার গুণ বোনাস দেয়ার ঘোষণাও দেয় কর্তৃপক্ষ।

/এসএইচ

Exit mobile version