Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপ: রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কোস্টারিকা

কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার (২৩ নভেম্বর) মুখোমুখি হবে স্পেন-কোস্টারিকা। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি।

বিশ্বকাপে এবারের আসরসহ ১৭ বার খেলা স্পেনের সেরা সাফল্য ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে তাদের সামনে কোস্টারিকা। বিশ্বকাপে এর আগে কখনও দেখা হয়নি এ দুই দলের।

আর, কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে তৃতীয় সফল দল কোস্টারিকা, এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলছে বিশ্বসেরার মঞ্চে।

স্পেন স্কোয়াড

উনাই সিমন

আজপিলিকুয়েতা

রদ্রি

আইমেরিক লাপোর্তে

জর্ডি আলবা

গাভি

সার্জিও বুস্কেটস

পেদ্রি গঞ্জালেস

পাউ তোরেস

মার্কো অ্যাসেনসিও

অলমো

কোস্টারিকা স্কোয়াড:

কেইলর নাভাস

কার্লোস মার্টিনেজ

কিশার ফুলার

অস্কার দুতার্তে

ফ্রান্সিসকো কালভো

ব্রায়ান ওভিয়েদো

জোয়েল ক্যাম্পবেল

সেলসো বোরগেস

ইয়েলতসিন তেহেদা

জিউইসন বেনেট

অ্যান্থনি কনট্রেরাস

/এসএইচ

Exit mobile version