Site icon Jamuna Television

পদ দেয়ার কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কোনাবাড়িতে দলীয় পদ দেয়ার কথা বলে এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে মহানগর আওয়ামী লীগের এক সাবেক সদস্যের বিরুদ্ধে।

শহরের শিববাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী। তার অভিযোগ, মহানগর কমিটির সাবেক সদস্য আব্দুর রহমান মাস্টার রাজনৈতিক পদ পাইয়ে দেয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় ভিডিওটি। এতে নানাভাবে হয়রানি হতে হচ্ছে ভুক্তভোগীকে। ঘটনার পর থেকে তাকে হত্যার হুমিক দেয়ারও অভিযোগ আব্দুর রহমান মাস্টারের বিরুদ্ধে।

এ ঘটনায় কোনাবাড়ি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ভুক্তভোগীর একটি সাধারণ ডায়েরি গ্রহণ করে।

Exit mobile version