Site icon Jamuna Television

কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু বেলজিয়ামের বিশ্বকাপ মিশন

বিশ্বকাপের এফ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে বেলজিয়াম-কানাডা। দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে খেলা বেলজিয়ামের বিশ্ব সেরার মঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ। ডি ব্রুইনা, হ্যাজার্ডের মতো ক্লাব ফুটবলে প্রতিষ্ঠিত এক ঝাঁক তারকাদের নিয়ে গড়া বেলজিয়াম দল নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ধরা হচ্ছে এই আসরকে। কানাডার বিপক্ষে এখন পর্যন্ত একবারই খেলেছে দলটি। ১৯৮৯ সালে খেলা ওই ম্যাচে বেলজিয়াম জিতেছিল ২-০ গোলে।

বেলজিয়াম স্কোয়াড: থিবো কর্তোয়া, ইয়ান ভার্টোঙ্গেন, টোবি অল্ডারওয়াইরেল্ড, ডেন্ডঙ্কার, ইয়ানিক কারাসকো, এক্সেল উইটসেল, তিয়েলেমান্স, টিমোথি কাস্টেইন, এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, মিচি বাতশুয়াই।

কানাডা স্কোয়াড: মিলান বোরিয়ান, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, এলাস্টেয়ার জনস্টন, আলফোনসো ডেভিস, স্টিফেন ইয়ুস্টাকিও, আতিবা হাচিনসন, জোনাথন ডেভিড, টাজন বুকানন, জুনিয়র হয়লেট।

/এসএইচ

Exit mobile version