Site icon Jamuna Television

হোমওয়ার্ক করেই কি ডেভিসের পেনাল্টি ঠেকালেন কর্তোয়া

ছবি: সংগৃহীত

একের পর এক অঘটনে জমে উঠেছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার পর প্রথম ম্যাচেই জার্মানির পরাজয় দেখেই মাঠে নেমেছে বেলজিয়াম ও কানাডা। এরইমধ্যে ম্যাচের ৯ মিনিটে আলফনসো ডেভিসের পেনাল্টি রুখে দিয়ে বেলজিয়ামকে পিছিয়ে পড়তে দেননি সময়ের অন্যতম সেরা গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে যেভাবে ডেভিসের গত দুইটি পেনাল্টির ধারাবাহিকতা অনুসারে এবারের সেভ দেখে মনে হতেই পারে, হোমওয়ার্ক করেই এসেছেন কর্তোয়া।

ম্যাচের শুরু থেকেই তারকাসমৃদ্ধ বেলজিয়ামের চোখে চোখ রেখে খেলে যাচ্ছে কানাডা। বরং। আক্রমণে ডি ব্রুইনা-হ্যাজার্ডদের চেয়েও এগিয়ে আছে কানাডা। আক্রমণের ধারায় ম্যাচের ৮ মিনিটে বেলজিয়ামের ডি বক্সে ইয়ানিক কারাসকোর হাতে বল লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকটি নিতে আসেন বায়ার্ন মিউনিখের তারকা লেফট ব্যাক আলফনসো ডেভিস।

এর আগের দুইটি আন্তর্জাতিক ম্যাচে পেনাল্টি কিকে গোলরক্ষকের ডানে শট নিয়ে দুইবারই গোলের দেখা পান ডেভিস। কিন্তু এবার তার নেয়া দুর্বল শটটি ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। আগের দুইবারের মতো গোলরক্ষকের ডানের শটটই নিয়েছিলেন ডেভিস। কিন্তু এবার আর কাঁপেনি জাল। কর্তোয়ার বিশ্বস্ত হাতে রক্ষা পায় বেলজিয়াম।

আরও পড়ুন: কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু বেলজিয়ামের বিশ্বকাপ মিশন

/এম ই

Exit mobile version